Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাঘারপাড়া উপজেলার ভাষা ও সংস্কৃতি

শিল্প,সাহিত্য,সংস্কৃতি সমাজের দর্পন। এর মাঝে প্রতিবিম্বত-প্রতিফলিত হয় সমাজের প্রতিচ্ছবি। উন্নত সমৃদ্ধ শিল্প,সাহিত্যসংস্কৃতি উন্নত-সমৃদ্ধ সমাজের পরিচায়ক। এর চর্চা ও অনুশীলন দেশ ও সমাজকে করে পরিশীতল,মার্জিত,উন্নত ও সর্মদ্ধ।

 

আমাদের বর্তমান শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা অনেকটা শহরকেন্দ্রিক । আবহমানকাল থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায়েও যে এর শেকড় গ্রোথিত তা আমাদের লোকজ সাহিত্য ও সংস্কৃতির ভিতর নিহিত। কিন্তু যান্ত্রিক সভ্যতা ও আকাশ সংস্কৃতির ভিড়ে তা অনেকটা ম্রিয়মান।

 

শিক্ষার সাথে সাহিত্য সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত নিবিড়। শিক্ষার অগ্রগতির সাথে সাথে শিল্প,সাহিত্য ও সংস্কৃতিও বিকশিত হয়,এগিয়ে যায়। উন্নত শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি উন্নত ও সমৃদ্ধ সমাজের পরিচায়ক। শিক্ষার উন্নয়নের সাথে সাথে যেমন মানুষের জীবন মানের উন্নয়ন ঘটে তেমনি তার কৃষ্টি ও সংস্কৃতিতেও আসে উৎকর্ষতার ছাপ। সকল উন্নয়নের প্রাণ শিক্ষা । শিক্ষাকে এগিয়ে নিতে পারলে অন্যান্য উন্নয়নও সমান্তরালভাবে এগিয়ে যায়। তাই শিক্ষাকে এগিয়ে নিতে হবে সবার আগে।

 

বাঘারপাড়া উপজেলায় একই ভাষাভাষী মানুষ বসবাস করে। এখান কার মানুষের সংস্কৃতির মধ্যে বিরাজ করছে চিরচারিত গ্রামবাংলার ছাপ।বাঘারপাড়া উপজেলায় আদিবাসিরা বসবাস করে। তারা তাদের নিজস্ব সংস্কৃতির মাধ্যমে নিজেদের পরিচিতিকে উজ্জ্বল করে রেখেছে। এখানকার মানুষজন শান্তিপ্রিয়। সকল ধর্মাবলীর মানুষ এখানে শান্তিতে বসবাস করে।