Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বাঘারপাড়া,যশোর।
বিস্তারিত

কেবল বাঘারপাড়া নয়, এই শতকের তৃতীয় দশকেও যশোর খড়কীসহ অনেক অঞ্চল জংগলে পরিপূর্ণ ছিল। চিত্রার পাড়ে বাঘের পায়ের ছাপ দেখা যেতো। অনুমান করা যায় জনপদ বাঘেরপাড়া গভীর-জংগলে পরিপূর্ণ ছিল। বাঘেরপাড়া থেকে থানার নামটি এসেছে বাঘারপাড়া। বিখ্যাত শেরশাহ সড়ক এই জনপদের বুকচিরে চলে গেছে।১৮৬৩ খ্রীঃ এখানে থানা স্থাপিত হয়।

বাঘারপাড়া উপজেলার ভৌগলিক অবস্থান:উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ ও মাগুরা জেলার শালিখা উপজেলা, পূর্বে নড়াইল সদর ও শালিখা উপজেলা, দক্ষিণে নড়াইল সদর ও যশোর সদর উপজেলা এবং পশ্চিমে যশোর সদর উপজেলা।

জেলা সদর হতে দূরত্ব ১৯ কিঃমিঃ

আয়তন-২৭৩ বর্গ কিলোমিটার

জনসংখ্যা-৪,২৭,৯১৩ জন (প্রায়)

নির্বাচনী এলাকা-৮৮ যশোর-৪